সবুজ সাথী প্রকল্প রচনা | Sabooj Sathi Prakalpa Essay in Bengali

সবুজ সাথী প্রকল্প রচনা | Sabooj Sathi Prakalpa Essay in Bengali

সবুজ সাথী প্রকল্প রচনা | সবুজ সাথী প্রকল্প বাংলা রচনা | Sabooj Sathi Prakalpa Essay in Bengali | Sabooj Sathi Scheme Essay in Bangla | Shobuj Sathi Prokolpo Rochona | Sabooj Sathi Prakalpa Rachana | Sabus Sathi Scheme Rochona in Bengali


সবুজ সাথী প্রকল্প রচনা

ভূমিকা

সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে, মেয়েদের স্কুলমুখী করতে, মাঝপথে ছেলে-মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া বা স্কুলছুট রুখতে, বাল্যবিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতায় উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী পশ্চিমবঙ্গে উন্নয়নের দিশা দেখাতে পেরেছে যা কন্যাশ্রী প্রকল্পকেও শক্তিশালী করতে পেরেছে।

প্ৰকল্প

২০১৫-২০১৬ সালের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্ৰ এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন যাতে ঐ অর্থবর্ষে রাজ্যের সরকারী ও বেসরকারী সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বাইসাইকেল প্রদানের সংকল্প গ্রহণ করা হয়।

প্ৰয়োগ

সবুজ সাথী প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে সরকার একটি স্টিয়ারিং কমিটি গঠন করেন। সেই সঙ্গে বাইসাইকেল যোগান দেওয়ার জন্য টেন্ডার পদ্ধতি গ্রহণ করা হয়। শেষ পর্যন্ত হিরো সাইকেল লিমিটেড, টি আই সাইকেল লিমিটেড এই বাইসাইকেল দেওয়ার সরকারী বরাদ্দ পায়।

সবুজ সাথী প্রকল্প সূচনাকালে প্রায় ৮৯০০ স্কুল, ৪০ লক্ষ শিক্ষার্থী, ২৫০০ বিতরণ কেন্দ্র, ৫০০ বেশি সরকারী পদাধিকারী, পঞ্চায়েত দপ্তর, বিধায়ক, সাংসদ এই প্রকল্পের সক্ষগে সরাসরি যুক্ত হয়।

নামকরণ

প্রথমে এই প্রকল্প শুধুমাত্র ছাত্রীদের জন্য চালু হলেও পরে ছাত্রদেরও যুক্ত করা হয়৷ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নামকরণ করেন “সবুজ সাথী”। সবুজ বলতে ফুটফুটে সুন্দর ছাত্র-ছাত্রীদের এবং স্কুলে যাওয়ার সাথী হল বাই-সাইকেল।

সুবিধা

সবুজ সাথী প্রকল্প শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের উপঢৌকন নয় বরং গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে যথেষ্ট সহায়ক। কেননা ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে, শিশুশ্রম রোধ করতে, শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়ে জীবন বিকাশের স্তর থেকে বিচ্যুত হয়ে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে এই প্রকল্পে কোনো বিকল্প নেই।

READ MORE  প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবসের রচনা | Republic Day Essay in Bengali

উপসংহার

সরকারী কর্মীদের প্রাপ্য মহার্ঘ্যভাতা না দিয়ে কিংবা বেতনবৃদ্ধিকে পিছিয়ে রেখে মাননীয়া দানখাতে ব্যস্ত এই সমালোচনা যেমন আছে তেমনি সাইকেলের মান নিয়ে সমালোচনা আছে। কিন্ত সমালোচনা তো উন্নয়নকে স্তব্ধ করে দিতে পারবে না। কারণ যাদের জন্য এই প্রকল্প তারা তো সুবিধা পেয়ে এগিয়ে চলেছে। স্কুল ছুটির পর যখন সবুজ সাথীর সাইকেল নিয়ে ছেলে-মেয়েরা সারিবদ্ধভাবে রাস্তা দিয়ে যায় ছেলেমেয়েরা তখন কারনা ভালো লাগে?

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top